ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানায়, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী। গতকাল (বৃহস্পতিবার, ১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে বুধবারের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন চারজন। তারা হলেন- মোবাইল ফোন যন্ত্রাংশ ব্যবসায়ী সোহেল মোল্লা (৩৫), পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা (২৫), দোকান কর্মচারী ইমন তালুকদার (১৭) ও নির্মাণ শ্রমিক রমজান কাজী (১৮)।
এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন— সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০)।