গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সীর মৃত্যু

গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী
দেশে এখন
0

গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে। গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানায়, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী। গতকাল (বৃহস্পতিবার, ১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে বুধবারের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন চারজন। তারা হলেন- মোবাইল ফোন যন্ত্রাংশ ব্যবসায়ী সোহেল মোল্লা (৩৫), পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা (২৫), দোকান কর্মচারী ইমন তালুকদার (১৭) ও নির্মাণ শ্রমিক রমজান কাজী (১৮)।

এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন— সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০)।

এসএস