সেসময় ঐ এলাকার অভিবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ রাবার বুলেট ছুঁড়লে পাল্টা আক্রমণ করে বিক্ষোভকারীরা।
এ ঘটনায় ১০ জনকে আটক করে পুলিশ। গত সপ্তাহে শহরটিতে ৬৮ বছরের স্থানীয় এক বৃদ্ধকে তিন নর্থ আফ্রিকান অভিবাসী মারধর করে।
ঘটনাটির ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এ ঘটনার জেরেই মূলত অভিবাসীদের বিরুদ্ধে রাস্তায় নামে স্থানীয়রা। এ পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান স্পেন সরকারের।