বাগেরহাটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, এক নারীর মৃত্যু

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী

এখন জনপদে
0

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৭ এপ্রিল) সকাল ১০টার দিকে চিতলমারী উপজেলা সদরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেয়। এসময় অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন।

৫ তলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ চারটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুমসহ একটি বাসাও রয়েছে। আগুনে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। একজন নারী মারা গেছেস। এটা ধোয়ার কারণে হতে পারে। আগুন নির্বাপন ও উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’

এএইচ