প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর একটি মিছিল প্রধান সড়ক ধরে সদর থানা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।
সেখানে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন। কুশপুত্তলিকার গায়ে জুতা নিক্ষেপ করে মার্কিন নীতির প্রতি ক্ষোভ প্রকাশের পাশাপাশি গাজার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, সকালে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ পৌর ও সদর উপজেলা জামায়াতে ইসলাম। কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে মিছিলটি শহরের বাণিজ্যিক এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, পৌর জামায়াতের আমীর আতিকুল ইসলাম সোহাগ, সদর উপজেলা আমীর শেখ আব্দুল কুদ্দুস, এডভোকেট মো. হারুন ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি লায়েক আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বরতায় হাজার হাজার নারী-শিশু নিহত হচ্ছে। এটি ইতিহাসের এক নির্মম গণহত্যা। মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এসময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তারা অবিলম্বে গাজায় মানবতা বিরোধী গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।