চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান দমনে দুই বিওপি ক্যাম্পের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান রোধে বিজিবির দুই বিওপি (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে ভোলাহাট খড়কপুর এবং সুরানপুর বিওপি'র উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এসময় জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, বৃক্ষরোপণ করা হয়।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় উক্ত বিওপিদ্বয়ের পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। তাই বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাম্য রক্ষার্থে সদর দপ্তর বিজিবি'র নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়কপুরে নতুন দুইটি বিওপি নির্মাণ করা হয়। এতে সীমান্তে নিরাপত্তা বাড়বে।’

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্যরা।

এএইচ