গতকাল (বুধবার, ৯ এপ্রিল) বিকেলে উপজেলার সিরাজকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃতদের সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সিরাজকান্দি গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৬), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. আক্তার (৩৬), মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দীনের ছেলে দিলদার হোসেন (৬০), একই গ্রামের ওসমান (৪০) ও আবুল কাশেম (৪৮) এবং পলশিয়া গ্রামের মৃত অহম আলীর ছেলে বেলাল হোসেন (৩৫)।
এদিকে আটককৃতদের থানায় নিয়ে আসার পর তাদের লোকজন থানায় ভিড় জমায়। এসময় থানার মেইন গেট বন্ধ রেখে পকেট দরজা খুলে রেখে লোকজনের যাতায়াতে সীমিত রাখা হয়।
জানা গেছে, যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে ট্রাকযোগে বিক্রি করছিল। পরে খবর পেয়ে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এতে বালু উত্তোলণে জড়িত ৭জনকে আটক করা হয়। এসময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪টি ভেকু জব্দ করা হয়।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে ৭জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
আসামীদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কারাগারে পাঠানো হয়।