ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন

টাঙ্গাইল
এখন জনপদে
0

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি নৃশংসতায় শিশু-নারীর ওপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা সনাতন ধর্মাবলম্বীরা।

আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা সনাতন ধর্মাবলম্বী সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস নারায়ণ দে সরকার প্রমুখ।

এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, ফরমান শেখ, তৌফিকুর রহমান, সাংবাদিক রশিদ শেখ, খন্দকার মাসুদ, মাহমুদুল হাসানসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং হিন্দু ধর্মাবলম্বীরা।

সেজু