বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
ডাকাতি হওয়া ১০ টি ট্রলারের মধ্যে ৪ টি পাথরঘাটার। এর মধ্যে সগির কোম্পানির মালিকানাধীন এফবি তারেক-২, এফবি তুফান-২ ও সেলিম চৌধুরীর মালিকানাধীন এফবি মা ট্রলার রয়েছে।
এফবি মা ট্রলারের মাঝি মনির হোসেনের বরাতে মালিক সেলিম চৌধুরী বলেন, 'বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ সশস্ত্র হামলা চালায় জলদস্যু বাহিনী। এ সময় জেলেরা বাধা দেওয়ার চেষ্টা করলে জলদস্যুরা জেলেদের দূর থেকে নির্বিচারে গুলি ছোড়ে। পরে জলদস্যুরা ট্রলারে উঠে জেলেদের মারধর করে।'
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) সন্ধ্যায় জানান, সশস্ত্র ডাকাতরা প্রায় কোটি টাকার মালামাল লুট করে ট্রলারের ইঞ্জিন বিকল করে দিয়েছে। এছাড়া ট্রলারে থাকা ওয়্যারলেস নিয়ে গেছে।
ডাকাতের কবলে পড়া পাথরঘাটার ৪ টি ট্রলারের মধ্যে ২ টি পাথরঘাটা ট্রলারঘাটে ভিড়োছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।