শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের তথ্য মতে, রাত সাড়ে ২ টার দিকে গ্রামের জাহির মিয়ার রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে মধ্যে আগুন পার্শ্ববর্তী কয়েকটি ঘর ও একটি মুদির দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিভাতে সক্ষম হয়নি। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তার এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৭টি ঘর ও ১টি মুদির দোকানের শতভাগ মালামাল ও আসবাবপত্রসহ পুড়ে ছাঁই হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমগীর হোসেন বলেন, ‘রাত ২ টার দিকে উপজেলার বীরগাও ইউনিয়নের সলফ গ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে মূলত অগ্নিকাণ্ডটি ঘটে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’