গান ও কবিতায় চুয়াডাঙ্গায় নতুন বর্ষবরণ

চুয়াডাঙ্গা
গান ও কবিতায় চুয়াডাঙ্গায় নতুন বর্ষবরণ
এখন জনপদে
0

নাচ, গান আর কবিতার ছন্দে চুয়াডাঙ্গায় নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। আজ (সোমবার, ১৪ এপ্রিল) পহেলা বৈশাখের সকালে চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে মুকুল ফৌজ, আবৃত্তি পর্ষদ ও ঝিনুক বিদ্যাপীঠের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান।

সকাল ৬টায় মুকুল ফৌজ, আবৃত্তি পর্ষদ ও ঝিনুক বিদ্যাপীঠের শিশুরা মনোমুগ্ধকর নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়।

আয়োজন ছাড়াও চুয়াডাঙ্গায় বিভিন্ন সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে।

এছাড়া জেলা প্রশাসন আয়োজন করেছে তিনদিনের বৈশাখী মেলা। সরকারি কলেজের সামনে মুক্ত মঞ্চে এ মেলা চলবে বুধবার পর্যন্ত।

এএইচ