অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। আজ (সোমবার, ১৪ এপ্রিল) নতুন ভোরের আলো নিয়ে এলো বৈশাখ...এমন স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা শিল্পকলার আয়োজনে সকাল ৭ টায় শুরু হয় বর্ষবরণ উৎসব।
দলীয় সংগীত, দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা। পরে সকাল ৮ টায় ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য বিশাল আনন্দ র্যালি বের হয়।
প্রশাসনের কর্মকর্তা ছাড়াও, সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৈশাখের রঙে রঙিন পোষাকে, আবহমান গ্রামবাংলার চিরায়ত পটচিত্র টেপা পুতুল, পেঁচা, বায়স্কোপ, একতারাসহ প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার হাতে আনন্দ র্যালিতে অংশ নেয়।
র্যালিটি নগরীর নতুন বাজার মোড় দিয়ে টাউন হল পাড় হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে এসে শেষ হয়।