বৈশাখে নরসিংদীতে নানা আয়োজন

নরসিংদীতে বৈশাখে নানা আয়োজন
শিল্পাঙ্গন
এখন জনপদে
0

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নরসিংদীতেও রাখা হয়েছে দিনব্যাপী বর্নিল আয়োজন। সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বৈশাখি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৈশাখের গানের মাধ্যমে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।

শোভাযাত্রায় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সরকারি দপ্তর ছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের হাজারো মানুষ অংশ নেয়।

প্ল্যাকার্ড ও নানাবিধ ব্যঙ্গচিত্র হাতে এগিয়ে চলে শোভাযাত্রা, সাথে ব্যান্ডের বাদ্য।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১ টার দিকে সাংস্কৃতিক আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

আজকের দিন থেকে দেশে সম্প্রীতির বন্ধন আরও গাঢ় হবে এমনটাই প্রত্যাশা সকলের।

এসএইচ