গত ২৫ মার্চ পরিবেশ অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়। বর্ণিত কর্মকর্তাগণ ৭ এপ্রিল অপরাহ্ণের মধ্যে স্ব স্ব কর্মস্থল হতে অবমুক্ত হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এই আদেশে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আরেফিন বাদলকে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে এবং টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে গাজীপুর জেলায় বদলি করা হয়।
একই অফিস আদেশে মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনকে উপপরিচালক (পানি ও জৈব) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা শাখা হতে মানিকগঞ্জ জেলা পরিবেশ কার্যালয়ে বদলি করা হয়।
বদলি হওয়ার পরও নতুন কর্মস্থলে কেন যোগদান করছেন না এমন প্রশ্নে কোন মন্তব্য করেননি টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক।
তিনি বলেন, 'ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া কোন মন্তব্য করবেন না তিনি। এছাড়া পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চল থেকে কোন আদেশ না আসা এবং যাতে টাঙ্গাইলে বদলি করা হয়েছে তিনি যোগদান না করায় নিয়মিত অফিস করা হচ্ছে।'
পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, 'বদলি হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তিনি ওখানে রয়েছেন। তিনিতো অন্যায়ভাবে সেখানে থাকছেন না অন্যায় কাজও করছেন না। সময় হলেই তিনি কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদান করবেন।'
পরিবেশ অধিদপ্তরের উপসচিব মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, 'তার ইচ্ছেতে সেখানে থাকছেন না। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন।'