নিহতরা হলো একই গ্রামের মো. আনারুল হকের ছেলে মো. তাওহীদ (৬) ও মো. সামিউল হকের মেয়ে আফছা মণি (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান বলেন, বিকেলে বাড়ির পাশে ফিসারির অল্প পানিতে নেমে তাওহীদ, আফছা মণি ও তাদের সমবয়সি সাওদা আক্তার গোসল করছিল। গোসলের একপর্যায়ে তাওহীদ ও আফছা মণি বেশি পানিতে গিয়ে ডুবে যায়।
এসময় সাওদার চিৎকারে পরিবারের লোকজন এসে দুজনকে মৃত উদ্ধার করেন।
নিহতদের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। শোকে কাতর শিশুদের বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন।