শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
আইন ও আদালত
এখন জনপদে
0

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। আজ (বুধবার, ১৬ এপ্রিল) দুপুর ২ টায় ঝিনাইগাতি উপজেলা বাজারে এই যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও ঝিনাইগাতি উপজেলা প্রশাসন।

এসময় ভ্রাম্যমাণ আদালতে ফরিদ স্টোরের স্বত্বাধিকারী মো. ফরিদ মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। তাকে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকারের আদেশ অমান্য করে ঝিনাইগাতি উপজেলা বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি করে আসছিল ফরিদ স্টোর। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও ঝিনাইগাতি উপজেলা প্রশাসন।

এসময় ফরিদ স্টোর থেকে ২৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো.ফরিদ মিয়াকে ৫হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান,নিষিদ্ধ অবৈধ পলিথিন ব্যবহার বন্ধ এরকম অভিযান অব্যাহত থাকবে।

এএইচ