পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল হাই কয়েক বছর আগে জারুলিয়া এলাকায় একটি জায়গা কিনেন। ওই জায়গা নিয়ে প্রতিবেশী জমাদার বাড়ির বিরোধ চলে আসছিল।
আজ দুপুরে আব্দুল হাই ওই জমিতে বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। উপর্যুপরি আঘাত ও দা’য়ের কোপে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এসময় আব্দুল হাইয়ে স্বজনরা বের হলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
চুনারুঘাটের গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘আব্দুল হাই ওই জায়গাটি প্রায় ১৫ বছর আগে তাদের কাছ থেকে কিনেছিলেন। এই জায়গা নিয়ে বিরোধের জেরেই আজ তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আমি চাই এই হত্যাকাণ্ডের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’