যশোরে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ, শ্রেণিকক্ষে তালা

মানববন্ধনে নার্সিং শিক্ষার্থীরা
এখন জনপদে
0

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।

আজ (সোমবার, ২৮ এপ্রিল) বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন যশোর শাখার উদ্যোগে শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দেন এবং কালো ব্যাজ ধারণ করেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। মিছিলটি হাসপাতাল চত্বর ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে নার্সিং এর শিক্ষকরা একতা প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, এইচএসসি পাসের পর চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও তারা ডিগ্রির সমান মর্যাদা পাচ্ছেন না। এতে শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দ্রুত এই কোর্সকে ডিগ্রি পাস কোর্সের সমমানে উন্নীত করার দাবি জানান।

একইসঙ্গে সরকারি ঘোষণা অনুযায়ী দ্রুত নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানান শিক্ষার্থীরা। সমাবেশে কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

এএইচ