‘উঠানে কে আগে ধান শুকাবে’—এ দ্বন্দ্বে ব্রাহ্মণবাড়িয়ায় চাচাতো ভাইকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের করা ছুরিকাঘাতে সুজন ফকির (৩২) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার, ০১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই গ্রামের খোকন ফকিরের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, ‘বাড়ির উঠানে কে আগে ধান শুকাবে’— তা নিয়ে জাজিসার গ্রামের বাসিন্দা সুজন ফকিরের সঙ্গে তার চাচাতো ভাই শাওন ফকিরের ঝগড়া হয়। এক পর্যায়ে শাওন তার ঘরে থেকে ছুরি এনে সুজনকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুজন ফকির মারা যায়।

পুলিশ কর্মকর্তা রিপন দাস আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাওন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এনএইচ