কুয়েটের অন্তর্বর্তী ভিসি হযরত আলী

কুয়েটের নব নিযুক্ত উপাচার্য ড. মো. হযরত আলী
শিক্ষা
এখন জনপদে
0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অন্তর্বর্তী ভিসি হিসেবে ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক।

আজ (বৃহস্পতিবার, ০১ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুয়েটের আইনের ১০/১ ও ১০/৩ ধারা অনুসারে পূর্ণকালীন ভিসির নিয়োগ না হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী ভিসি হিসেবে নিয়োগ করা হলো। এই সময় তিনি রুটিন দায়িত্ব পালন করবেন।

গত ২৫ এপ্রিল কুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ কামাল ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে কুয়েট শিক্ষার্থীদের দীর্ঘ ৬৫ দিনের আন্দোলন এবং ৫৮ ঘণ্টার অনশনের পর উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করে সরকার।

১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগত বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনার পর থেকেই নিরাপত্তা দিতে ব্যর্থতা এবং ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার চেষ্টায় মদদ দেওয়ার অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন কুয়েট শিক্ষার্থীরা।

এনএইচ