আজ (রোববার, ৪ মে) সকালে চট্টগ্রাম আইনজীবী ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি আদালত প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, চিন্ময় কৃষ্ণের উস্কানিতে ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী আলিফকে হত্যা করেছে তার অনুসারীরা। সেসময় আদালতে ভাঙচুর ও হামলা চালায় তারা। এমন নৃশংস ঘটনা আদালতে আর কখনও হয়নি। কিন্তু সে ঘটনায় এখনও তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়নি। উল্টো সরকারের একটি গোষ্ঠী রাষ্ট্রদোহ মামলায় তাকে জামিন দিতে তৎপর হয়ে উঠেছে। এজন্য আইনমন্ত্রী উপদেষ্টাকে দায়ী করেন তারা।
বক্তারা আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে চিন্ময় কৃষ্ণ সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছে।
জামিন দেয়া হলে চট্টগ্রাম ব্লকেড কর্মসূচিসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।