অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মো. বাতেন, ইউনিসেফ বাংলাদেশ চট্টগ্রাম জোনের প্রধান মাধুরী ব্যানার্জি, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা ও ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়া প্রমুখ।
ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেনী সদর উপজেলার ৪০টি, ছাগলনাইয়া উপজেলার ২৫টি, ফুলগাজী উপজেলার ২০টি ও পরশুরাম উপজেলার ১৫টিসহ ১০০টি পরিবারকে ২০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে যেসব পরিবারে গোল্ডেন সিটিজেন কার্ড (সুবর্ণ কার্ড) সহ প্রতিবন্ধী শিশু রয়েছে, চরম দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবার, বন্যার কারণে বসতবাড়ির অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত (যেমন, বাঁশের কাঠামো/তেরপাল/মাটির তৈরি ঘর); যে পরিবারের প্রধান মহিলা এবং যে সকল পরিবার ইতোপূর্বে কোন সহযোগিতা পায়নি তাদের অগ্রাধিকার দেয়া হয়েছে।