সেলিনা বেগমের বোনের স্বামী আবুল কাশেম জানান, গতকাল সন্ধ্যায় ঢাকায় অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে বাজারে গিয়েছিলেন সেলিনা বেগম। পরে রাতে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
আজ ভোরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে সেলিনা বেগমের লাশ শনাক্ত করা হয়। এসময় কালভার্টের নিচে পড়ে থাকা লাশের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ঔষধ এবং অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।