নোয়াখালীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নোয়াখালী
সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনে অতিথি ও শিক্ষার্থীরা
এখন জনপদে
0

নোয়াখালীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব -১৪) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ মে) বিকেলে জেলার কারামাতিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন পুকুরে সাঁতার প্রশিক্ষণ ২০২৫ এর উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা।

অধ্যক্ষ আহমদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার শিউলী।

জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) জিয়াউল হায়দার এর সঞ্চালনায় এই প্রশিক্ষণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘এ প্রশিক্ষণ বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। সকল মানুষের সাঁতার জানা দরকার। নিজেকে নিরাপদে রাখার জন্য এটি সময়োপযোগী প্রশিক্ষণ। এ ধরণের প্রশিক্ষণ দক্ষ ও সাহসী সাঁতারু গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

এএইচ