ভিসি অপসারণের দাবিতে টানা তৃতীয় দিন ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা
এখন জনপদে
0

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য ডা. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা ভিসির বাসভবনের সামনে জড়ো হয়ে তালা ঝুলিয়ে দেয় ভবনের গেটে।

আজ (বুধবার, ৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা । এসময় বাস ভবনের সব সেবা বন্ধ করে দেয়ার ঘোষণাও দেন তারা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা দফায় দফায় বিভিন্ন দাবি তুললেও দীর্ঘ নয় মাসেও শিক্ষার্থীদের কোনো  দাবি বাস্তবায়ন করতে পারেননি উপাচার্য। তাই দ্রুত সময়ের মধ্যে তার অপসারণের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া পূর্বনিধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘আন্দোলনে সকল শিক্ষার্থীরা একত্বতা প্রকাশ করেছে।’

তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। 

এর আগে মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শাটডাউন দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ক্লাস ও পরীক্ষা চালু রয়েছে।

এসএইচ