ময়মনসিংহে সব ধরনের সবজির দাম কমেছে

মাছ ও সবজির বাজার
এখন জনপদে
0

ময়মনসিংহের মেছুয়া বাজারে সকাল থেকেই ছিল ক্রেতা বিক্রেতায় সরগরম। তবে গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছিল না কোনো সবজি। আজ (শুক্রবার, ৯ মে) সরবরাহ বাড়ায় মেছুয়া বাজারে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে সব ধরনের সবজির দাম।

আজকে কেজিতে ২০ টাকা কমে ৮০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ৫ টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা, ১০ টাকা কমে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ টাকা, টমেটো ৩০, করলা ৪৫, ঢেঁড়স ৩০, লাউ ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

সরবরাহ বাড়া এবং আজকে পাইকারিতে সবজির দাম কিছুটা কম থাকায় খুচরা বাজারে দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এনএইচ