দিনাজপুরের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, স্বাভাবিক পরিস্থিতি

দিনাজপুর
দিনাজপুর সীমান্ত এলাকা
এখন জনপদে
0

পাকিস্তান-ভারত উত্তেজনার কারণে হিলিসহ দিনাজপুরের সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে বিজিবি টহল। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সময় সর্তক রয়েছে বিজিবি সদস্যরা। তবে আতংক বিরাজ করছে সীমান্ত এলাকার মানুষের মাঝে।

আজ (শনিবার, ১০ মে) মুঠোফোনে এসব কথা জানান বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক (পিএসসি)।

তিনি বলেন, ‘দিনাজপুর সেক্টরের আওতায় ২১৮ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। প্রতিটি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত এসব সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এদিকে আতংক বিরাজ করছে সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে। যদিও এসব সীমান্ত এলাকা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এএইচ