'গত ১৭ বছরে বরিশালে কোনো উন্নয়ন হয়নি'

বরিশাল
নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
এখন জনপদে
0

গত ১৭ বছরে বরিশালে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। আজ (শনিবার, ১০ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, মেহেন্দিগঞ্জ, হিজলাসহ পিছিয়ে পড়া উপজেলাগুলোর উন্নয়নে যতটুকু সম্ভব চেষ্টা করবেন।

বিকেল সার্কিট হাউজে মতবিনিময় করেন নৌপরিবহন উপদেষ্টা। আলোচনায় বরিশালের উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন সাংবাদিকরা।

এসময় গুরুত্বপূর্ণ ব্রিজ ও সড়ক নির্মাণসহ বরিশালের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘মেহেন্দিগঞ্জ, হিজলা উপজেলার অনেকে অভিযোগ করেছেন যে সেখানের রাস্তা-ঘাটের কোনো উন্নয়ন হয়নি।’

শিগগিরই এসব সমস্যা সমাধানে কাজ করা হবে বলে আশ্বস্ত করেন এই উপদেষ্টা।

সেজু