এর আগে শহরের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে সমবেত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. তুহিন, হাফিজুর রহমান, কামরুল ইসলাম, তুলি আক্তার, ফাহিমা জান্নাত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের শিক্ষার্থীদের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নার্সিং এ ভর্তি হতে হয়। ইংলিশ ভার্সনে ৩ বছর লেখা পড়া করার পর আবার ৬ মাসের ইন্টার্ন করতে হয়। রাত দিন পরিশ্রম করার পরও কেন তাদের দাবি পূরণ করা হবে না। সেজন্য নার্সিং দিবস বয়কট করে আন্দোলন করা হচ্ছে।
মানববন্ধনে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।