ফরিদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
এখন জনপদে
0

ফরিদপুরে সদরপুরে ব্যবসায়ী খায়রুজ্জামান শহীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আজ (সোমবার, ১২ মে) দুপুরে জেলার সদরপুর উপজেলার সরদারডাঙ্গি এলাকায় কয়েকশ নারী পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী বলেন, ‘ব্যবসায়ী খায়রুজ্জামানের বাড়িতে গিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। আমরা এ হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

উল্লেখ্য, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী খায়রুজ্জামানের বাড়িতে গিয়ে ৭/৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করে।। এ ঘটনায় আহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে সদরপুর থানায় পাঁচজনের না উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই মামুনুর রশিদ বলেন, ‘হামলার ঘটনায় দায়ের করা মামলায় অধিকাংশ আসামিদের গ্রেপ্তার করা হয়ে। অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


এএইচ