সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে ফরিদপুর জেলায় ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৫৪১ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৭ হাজার ৭০৮ টন চাল সংগ্রহ করবে সরকার।
আজকের এ উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হল। অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টি সকলকে জানানোর অনুরোধ রইলো। যেন কৃষকরা তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিয়ে অর্থ বুঝে নিতে পারবেন বলে জানান খাদ্য গুদামের কর্মকর্তাগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আফজাল হোসেন, বিকাশ চন্দ্র প্রামাণিক, খন্দকার শামসুল আরেফিন, প্রবীণ কীর্তনীয়া, বিপ্লব কুমার সাহা প্রমুখ।