সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১ মার্চ ডিসি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার আন্তঃনগর ট্রেন নিয়ে বৈষম্য ও অবহেলিত এই জনপদের মানুষের নায্য দাবিগুলো নিয়ে কাজ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।
তারই ধারাবাহিকতায় গত ৭ মে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জেলার প্রায় সব স্তরের জনসাধারণের অংশগ্রহণে ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া গণস্বাক্ষর সংগ্রহ করে ও জেলা প্রশাসকসহ এর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সচিবালয় বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
কিন্তু উত্থাপিত নায্য দাবিগুলো বাস্তবায়নে আশানুরূপ সাড়া না পাওয়ায় বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত দাবি উত্থাপন করেন সুজন’র জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, সিনিয়র সহ-সভাপতি মাসিদুর রহমানসহ অন্যরা।