আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া ও খেলা উৎসব এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক আসমা শাহীন উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা স্থানীয় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোয়ন শীর্ষক এক সভায় যোগ দেন।