ক্রিকেটারদের বিপিএলের ম্যাচ বয়কটের মধ্য দিয়ে শুরু হওয়া ঘটনাবহুল দিনের সমাপ্তিটা মধুর। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যে দ্বন্দ্বের ফলে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হলো, তা প্রায় সমাধান হওয়ায় এক টেবিলে দুই পক্ষ। সেই সঙ্গে এলো বিপিএল শুরুর ঘোষণাও।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলেন, ‘আমাদের কোয়ালিফাইয়ের আগে একদিন একটি গ্যাপ ছিলো। রেস্ট ডে ছিলো সেটি ছিলো ১৮। আমরা এখন ওই আঠারো পর্যন্ত বডি শিফট করে নিয়ে যাচ্ছি।’
সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যের জেরে শুরু হয় বিতর্ক। এরপর বুধবার আবারও তার কিছু মন্তব্যকে আপত্তিকর দাবি করে এ পরিচালকের পদত্যাগের দাবি তোলে কোয়াব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসে খেলা বর্জনের হুমকি।
সংশ্লিষ্ট বিষয়ে বিসিবি তড়িঘড়ি করে বিবৃতি দিলেও পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। শেষমেশ গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। তবুও মন গলেনি ক্রিকেটারদের। দুপুরে মাঠে নামার পরিবর্তে সংবাদ সম্মেলনে আবারও শক্ত অবস্থান জানান দেয় কোয়াব।
আরও পড়ুন:
চাপের মুখে শেষ পর্যন্ত জরুরি এক বোর্ড সভায় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়। বিসিবির এমন সিদ্ধান্তের পরও বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে না গড়ানোয় অনির্দিষ্টকালের জন্য বিপিএলের চলমান আসরে।
রাতে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। পরে যোগ দেন ক্রিকেটাররাও। সেখানেই আসে চূড়ান্ত সিদ্ধান্ত। কঠোর অবস্থান থেকে সরে আসে কোয়াব।
ক্রিকেটারদের বিপিএল বয়কট, প্রেস কনফারেন্স, স্টেডিয়াম এলাকায় ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া, ম্যাচ পরিত্যক্ত হওয়া এবং শেষে দুই পক্ষের আবার মিলে যাওয়া। এ যেন নাটকীয়তায় পরিপূর্ণ এক দিন। তবে দিনের শেষভাগে বিপিএল নিয়ে কেটেছে অনিশ্চয়তা। আর এটাই আপাতত দর্শকদের জন্য সবচেয়ে বড় সুখবর।





