মালয়েশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করলো নৌবাহিনীর যুদ্ধজাহাজ

চট্টগ্রাম
বানৌজা খালিদ বিন ওয়ালিদ
এখন জনপদে
0

মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ১৭তম লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সহিবিশন (এলআইএমএ-২০২৫) এ অংশ নিতে চট্টগ্রাম নৌঘাঁটি থেকে যাত্রা করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ।

আজ (বৃহস্পতিবার, ১৫ মে) সকাল ১০টায় চট্টগ্রাম নৌবাহিনীর জেটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় জাহাজটিকে। এসময় নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তারা।

প্রদর্শনীতে অংশ নিতে জাহাজটিতে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ৩৪ জন কর্মকর্তা ও ২২৯ জন নাবিক। তারা আগামী ২০ থেকে ২৪ মে পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এই প্রদর্শনীতে অংশ নেবেন।

এ উপলক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি, যুদ্ধজাহাজ ও পর্যবেক্ষকরা এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন নৌ কর্মকর্তারা।

প্রদর্শনী শেষে ২৯ মে বানৌজা খালিদ বিন ওয়ালিদ দেশে ফিরে আসবে।

এনএইচ