ফুলবাড়িয়ায় পুলিশের লুট হওয়া শটগান উদ্ধার

ময়মনসিংহ
উদ্ধারকৃত শটগান
এখন জনপদে
0

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় লুট হওয়া পুলিশের একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। তবে এটি কোন থানা থেকে লুট হয়েছিল এটি এখনও জানা যায়নি। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) বিকেলে উপজেলার মাঝিরঘাট এলাকায় বেতবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠের বালুর টিবি থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বেতবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠের এক কোণায় বালুর টিবির উপরে শটগানটি পড়ে ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়। শটগানটির গায়ে বাংলাদেশ পুলিশ (বিপি) লেখা রয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান বলেন, ‘শটগানটি ফুলবাড়িয়া থানার না। দেশের অন্য কোনো থানা বা স্থান থেকে এটি লুট করা হয়েছে। শটগানটি বালুর ভেতরে লুকিয়ে রাখা ছিল। বৃষ্টিতে বালু সরে গেলে অস্ত্রটি বালুর উপরে ওঠে। বিষয়টি চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

জিডি মূলে শটগানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

এসএস