বেনাপোল কাস্টমসে তৃতীয় দিনের মতো কলম বিরতি চলছে

তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে
এখন জনপদে
0

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ২ ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো যশোরের বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি চলছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (শনিবার, ১৭ মে) সকাল ১০টায় শুরু হয়ে এ কর্মসূচি চলবে দুপুর ৩টা পর্যন্ত। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ডাকে কাস্টমস হাউসের প্রধান ফটকে এ কর্মসূচি লেখা সম্বলিত ব্যানার টানিয়ে দিয়ে সকল প্রকার কাজকর্ম বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এতে গত ১৪ মে থেকে বন্দরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চরমভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। সরকারেও রাজস্ব আয় কমছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বন্দরগুলোতে এভাবে আন্দোলন অব্যাহত থাকলে আমদানি-রপ্তানি চরমভাবে ব্যাহত হচ্ছে। পণ্য খালাস কিংবা আনলোড বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতি ও ব্যবসায়ীক প্রতিশ্রুতি রক্ষা করতে পারছেন না। যার প্রভাব পড়বে দেশীয় অর্থনীতিতে। অবিলম্বে এ সমস্যার সমাধানে সরকারের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।

এদিকে, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি আসতে পারে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

এএইচ