কৃষিবান্ধব আধুনিক শস্য গুদাম ব্যবস্থাপনায় আঞ্চলিক কর্মশালা

মানিকগঞ্জ
শস্য গুদাম ব্যবস্থাপনায় আঞ্চলিক কর্মশালা
এখন জনপদে
0

মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আধুনিক প্রযুক্তি ও ডিজিটালাইজেশনের মাধ্যমে কৃষিবান্ধব শস্য গুদাম ব্যবস্থাপনায় নতুন দিগন্ত শীর্ষক আঞ্চলিক কর্মশালা। আজ (শনিবার, ১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জেলা কৃষি বিপণন অধিদপ্তর। কর্মশালায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জসহ ছয় জেলার একশত কৃষক ও গুদামরক্ষক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএসএম গোলাম হাফিজ।

কৃষি বিপণন অধিদপ্তরের প্রকল্প পরিচালক ফাতেমা ওয়াদুদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক দেবাশীষ সরকার।

কর্মশালায় আলোচনায় উঠে আসে-দেশে বিদ্যমান খাদ্যশস্য সংরক্ষণ পদ্ধতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, খাদ্যশস্য নষ্ট হওয়ার কারণ, আধুনিক পদ্ধতিতে শস্য সংরক্ষণের গুরুত্ব, উৎপাদিত ফসল সংরক্ষণে সরকারের উদ্যোগ, শস্য গুদাম ঋণ কার্যক্রমের সুবিধাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মুসলিম, উপ-পরিচালক মো. মফিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোরশেদ আল মাহমুদ।

সেজু