মানিকগঞ্জের সিংগাইরে কিশোরকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ
সিংগাইর থানা
এখন জনপদে
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাহুল আহমেদ খান (১৭) নামের এক কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকায় খালের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাহুল ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা এবং ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম খানের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে হাঁটতে বেরিয়ে এমন নৃশংসতার শিকার হন রাহুল।

প্রত্যক্ষদর্শী ও আহত রাসেল জানান, কিছুদিন আগে পার্শ্ববর্তী কামুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাদের সামান্য কথা কাটাকাটি হয়েছিল। সোমবার রাতে রাহুলসহ কয়েকজন বন্ধু খাসেরচর এলাকায় ঘুরতে গেলে কামুরা গ্রামের অন্তত ২০ থেকে ২৫ জন যুবক দেশিয় অস্ত্রসহ তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সবাই প্রাণভয়ে পালিয়ে গেলেও রাহুল ঘটনাস্থলেই ধরা পড়ে যান এবং হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাহুলের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, পারস্পরিক বিরোধ ও কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এএইচ