নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে লাকি আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছে স্বামী। গতকাল সোমবার (১৯ মে) রাতে ফতুল্লা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকী পটুয়াখালী জেলার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে ও ফতুল্লা রেলস্টেশনের ফজলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, স্বামী শিপন ফতুল্লা বাজারে মাংসের দোকানে কসাই হিসেবে কর্মরত। তারা দুইজনই ভালোবেসে বিয়ে করেন। প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো।

রাতে স্বামী শিপন বাসায় ফোন করে জানায় লাকি আত্মহত্যা করেছে। খবর পেয়ে বাসায় গেলে দরজার তালা ভেঙ্গে নিচে লাকির মরদেহ পড়ে থাকতে দেখে তাকে দ্রুত তিনশো শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, পারিবারিক কলহে তাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে যায়। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএইচ