তাদের দাবিগুলো হলো- একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিল করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রচলিত একাডেমিক সিস্টেমে ফেরত যাওয়া, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা সাপেক্ষে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশালসহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য সুনির্দিষ্ট একাডেমিক নিয়ম নীতিমালা প্রকাশ।
এর আগে শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারের আত্মহত্যার জেরে গতকাল সংবাদ সম্মেলন করে ক্লাস-পরীক্ষাসহ সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনের দাবি আদায়ের লক্ষ্য আজও সিএসসি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করে তারা। পরে সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে রহমতপুর বাইপাস প্রদক্ষিণ শেষে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু থেকে স্বতন্ত্র পরীক্ষা নিলেও ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে সমন্বিত পদ্ধতির পরীক্ষা। যাতে সিলেবাসের বাইরে অতিরিক্ত বিষয়ে পড়ার চাপ নিতে হচ্ছে শিক্ষার্থীদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।