জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

জয়পুরহাট
লাইনচ্যুত ট্রেন
এখন জনপদে
0

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সাথে ঢাকা, রাজশাহী ও খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ৭ ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেন উদ্ধার হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

গতকাল (বুধবার, ২১ মে) রাত পৌনে ১০টায় ট্রেনটি পুরনাপৈল এলাকায় লাইনচ্যুত হয়। রাত ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেনটিকে উদ্ধার করে। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এই রুটে।

জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার নাহিদা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়পুরহাট রেলস্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবোঝাই ট্রেন রাত সাড়ে ৯টায় জয়পুরহাট রেলস্টেশন ত্যাগ করে। এর কিছুসময় পর রাত পৌনে ১০টার দিকে পুরানাপৈল রেলগেইট থেকে কিছুটা উত্তর দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে জেলার সাথে উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ও পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন রেলস্টেশনগুলোতে আটকে ছিল।

জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার নাহিদা আকতার বলেন, ‘তেলবাহী একটি ট্রেন পুরানাপৈল এলাকায় লাইনচ্যুত হয়। এতে উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধারকারী ট্রেন এসে রাত ৪টার দিকে লাইনচ্যুত ট্রেনটিকে স্বাভাবিক করে। আর তখন থেকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।’

এসএস