এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাে. রাজিবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান মাে. আতাউর রহমান, ইউপি সদস্য মানিক মিয়া, গােলাপ মিয়া প্রমুখ।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাে. আশরাফুল আলম রাসেল জানান, সরকারিভাবে উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।
এছাড়া এই দুই অসহায় পরিবারকে বনবিভাগের পক্ষ থেকেও আর্থিক সহায়তার পাশাপাশি নিয়ম অনুযায়ী সকল ধরনের সুযােগ-সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২০মে) রাতে বন্যহাতির আক্রমণে মারা যায় ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে আজিজুর রহমান আকাশ ও এফিলিস হাগিদক নামে দুই ব্যক্তি।