সেমিনারে আরো বক্তব্যে রাখেন সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান,ফরিদপুর মসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাসউদা হোসেন।
সেমিনারে প্রান্তিক পেশাজীবীর মধ্যে কামার,কুমার, বাঁশ ও বেত,কাসা/ পিতল,জুতা মেরামত, লোকজ যন্ত্র, লোকজ শিল্পী, নকশীকাঁথা শিল্পী, নাপিত, শীতলপাটি ও শতরঞ্জি পেশার জনগোষ্ঠীসহ সাংবাদিক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।