নারী ইউরোর ফাইনালেও স্পেন-ইংল্যান্ড দ্বৈরথ

নারী ইউরো
অন্য সব খেলা
এখন মাঠে
0

পুরুষ ইউরোর পর এবার নারী ইউরোর ফাইনালেও স্পেন এবং ইংল্যান্ডের দ্বৈরথ। নারীদের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রবিবার রাত ১০টায় সুইজারল্যান্ডের বাসেলে মাঠে নামবে দুই দল। পুরো আসরে কোনো ম্যাচ না হেরে ফাইনাল পর্যন্ত এসেছে নারী ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

নারী ফুটবলের কিংবদন্তি বনে যাওয়া অ্যালেক্সিয়া পুতেয়াস এবারের আসরেও স্পেনের বড় তারকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ গোলে সরাসরি অবদান আছে তার। ইংল্যান্ড দলে অবশ্য আছে দুশ্চিন্তার ছায়া।

লরেন জেমসকে ফাইনালে নাও পেতে পারে ইংলিশরা। তার বদলে ক্লোয়ি কেলিকে দেখা যেতে পারে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ড এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময় কথা বলছে স্পেনের পক্ষে।

সবশেষ ২০২৩ বিশ্বকাপের ফাইনালেও ইংল্যান্ডকে হারিয়েই শিরোপা জিতেছিল স্পেনের মেয়েরা।

এএইচ