ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত

পৃথক দুর্ঘটনায় শ্রমিক নিহত
এখন জনপদে
0

ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলায় পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ২৩ মে) পৃথক তিনটি দুর্ঘটনায় মারা যান তারা।

শুক্রবার সকালে ফরিদপুরের বোয়ালমারীতে ইট বোঝাইকৃত থ্রি-হুইলারের (খেক্কর) ধাক্কায় রাকিব শেখ (২৩) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়। এসময় আরো অন্তত ছয়জন আহত হন। এ ঘটনায় থ্রি-হুইলার গাড়িকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানা যায়।

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, সকাল সাড়ে ৭টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের ঠাকুরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় থ্রি-হুইলার একটি অটোভ্যানকে ধাক্কা দিলে রাকিব শেখ মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যায়।

নিহত রাকিব শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে। তার আড়াই বছরের আবু রায়হান নামে একটি শিশু সন্তান রয়েছে।

এদিকে ফরিদপুর সদর উপজেলার একেএম ইট ভাটার সামনে ইট বোঝাই ট্রাকের উপর থেকে সড়কে পড়ে গেলে পেছন থেকে আশা গাড়ির চাপায় শ্রমিক মোহাম্মদ মিলন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।

এছাড়া জেলা সদর উপজেলার ছোনপচা গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম। সে মৃগী এলাকার খালেক মোল্লার পুত্র।

সেজু