নোয়াখালীতে এনসিপির লিফলেট বিতরণ ও জনসংযোগ

নোয়াখালী
এনসিপির লিফলেট বিতরণ ও জনসংযোগ
রাজনীতি
এখন জনপদে
0

নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন স্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় তারা দলের কর্মসূচি, সংস্কার, জুলাই প্রক্লেমেশন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজ (মঙ্গলবার, ২৭ মে) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাইজদী শহরের বিভিন্ন দোকানপাট ও সড়কে গিয়ে দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার ,স্বাস্থ্য সেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করে।

এসময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, নোয়াখালীর সংগঠক ইয়াছিন আরাফাত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ গণমাধ্যমকে বলেন, ‘সরকার দুর্নীতি বন্ধ করার জন্য আমলাতন্ত্রের বিভিন্ন সংস্কারে হাত দেয়ায় আমলারা ক্ষুব্ধ হয়ে উঠেছে, তারা দুর্নীতির স্বাধীনতা চায়। রাজস্বখাত এবং বন্দরে দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলে আসছিল সরকার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিন্তু সেখানেও বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী বিরোধিতা করছে।’

তিনি বলেন, ‘এ দেশটাকে যেন সামনের দিকে এগিয়ে না নেয়া যায় সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা জাতীয় নাগরিক পার্টি সাধারণ জনগণকে নিয়ে দাঁড়াচ্ছে। আমরা আমাদের প্রস্তাবনাগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরছি। জনগণ আমাদের ডাকে সাড়া দিচ্ছে। সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাবো।’

এএইচ