তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টায় ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।’
আটক ব্যক্তিরা হলেন— মো. রাফেজ (৪১) ও মো. মাকসুদুর রহমান (৩৫)। তারা উভয়ই ভোলা জেলার বাসিন্দা। জব্দ করা হরিণের মাংস এবং আটক ব্যক্তিদের ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভোলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
এসময় তিনি আরো বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’