আজ (বুধবার, ২৮ মে) শ্রীমঙ্গলের খান টাওয়ারে (অস্থায়ী চা নিলাম কেন্দ্র) সকাল ১০টায় নিলাম শুরু হয়ে চলে ১১টা পর্যন্ত। নিলামে ৫টি ব্রোকার্স হাউজ অংশ নেয়। তবে অনেক ব্রোকার্স হাউজের চা অবিক্রীত ছিল।
আজকের নিলামে চম্পারায় চা বাগানের ‘ব্ল্যাক টি’ সর্বোচ্চ ২৪১ এবং একই বাগানের ‘গ্রিন টি’ ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া, এই বাগানের ‘হোয়াইট টি’ নিলামে প্রতি কেজি ১৫ হাজার টাকা চাওয়া হয়। এরপর ২ হাজার টাকা পর্যন্ত দাম উঠলেও তা বিক্রি হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, সামনে কোরবানি ঈদ থাকায় বায়ার উপস্থিতি কম ছিল। তবে প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানগুলো আসলে নিলাম কেন্দ্র আরো জমজমাট হয়ে উঠবে।