জামালপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

জামালপুর
রেলওয়ে স্টেশনে দুদকের কর্মকর্তারা
এখন জনপদে
1

জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার, ২৮ মে) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা এ অভিযান পরিচালনা করে দুদক জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল।

সকাল ১১টায় থেকে যাত্রী সেজে তথ্য সংগ্রহের পর ১২ টার দিকে অভিযানে নামে দলটি। অভিযান শেষে জামালপুর দুদক সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক জিহাদুল ইসলাম সাংবাদিকদের বিস্তারিত জানান।

তিনি বলেন, ‘স্টেশনের বুকিং কাউন্টারে অনিয়ম, দুর্নীতি এবং প্লাটফর্ম ও বিশ্রামাগারে ময়লা আবর্জনার বিষয়টি নজরে আসে দুদকের। অভিযানের সকল তথ্য কমিশনে পাঠানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএইচ