জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষার্থীদের অনশন স্থগিত

অনশন স্থগিত শিক্ষার্থীদের
শিক্ষা
এখন জনপদে
0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করায় ৪৮ ঘণ্টা পর দ্বিতীয় দফার আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।

এ খবর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেন। পরে শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে অনশন ভাঙান।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা।

তবে দাবি আদায় না হওয়ায় দুই দফায় অনশন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। অবশেষে বৃহস্পতিবার বিকেলে ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় অনশন কর্মসূচি প্রত্যাহার করে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা।

সেজু